ফোর্টনাইট ফিরিয়ে আনতে আদালতের দ্বারস্থ এপিক

১৮ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
ফোর্টনাইট ফিরিয়ে আনতে আদালতের দ্বারস্থ এপিক

এপিক গেমস যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফোর্টনাইট ফিরিয়ে আনতে আদালতের দ্বারস্থ হয়েছে। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, অ্যাপল আদালতের এপ্রিলের আদেশ অমান্য করছে। ওই আদেশে বাইরের পেমেন্ট লিংকের কারণে অ্যাপ প্রত্যাখ্যানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর দ্য ভার্জ।

এপিক দাবি করেছে, তারা অ্যাপলের গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ফোর্টনাইট অ্যাপ জমা দিলেও অ্যাপল তা অনুমোদন না করে অপেক্ষা করছে ‘আংশিক স্থগিতাদেশ’ সংক্রান্ত মামলার রায়ের জন্য। এপিক এটিকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

এপিক আরও জানায়, অ্যাপল ইতিপূর্বে তাদের এবং আদালতকে জানিয়ে ছিল, গাইডলাইন মেনে চললে ফোর্টনাইট অনুমোদন পাবে। অথচ এখন ইউরোপীয় সংস্করণে আপডেট যুক্ত করার পর অ্যাপল তা ইউরোপীয় অ্যাপ স্টোর থেকেও সরিয়ে ফেলেছে।

এপিক আদালতের কাছে আবারও আবেদন জানিয়েছে, যাতে অ্যাপলকে আদালতের আদেশ কার্যকর করতে ও নিয়ম মেনে ফোর্টনাইটসহ যেকোনো অ্যাপ অনুমোদনে বাধ্য করা হয়।

ডিবিটেক/বিএমটি