দেশে ‘কন্টাক্টলেস প্রযুক্তি’র ‘ডুয়াল কারেন্সি’ সুবিধার একাধিক কার্ডসেবা উন্মোচন

দেশে ‘কন্টাক্টলেস প্রযুক্তি’র ‘ডুয়াল কারেন্সি’ সুবিধা ও‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ নিরাপত্তাব্যবস্থার নতুন একাধিক কার্ডসেবা উন্মোচিত হলো। মাস্টারকার্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক যেসব কার্ড এনেছে, তার মধ্যে রয়েছে- মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড ডেবিট কার্ড, মাস্টারকার্ড প্লাটিনাম গ্লোবাল ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড প্রিপেইড কার্ড।
শনিবার সেবাটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, মাস্টারকার্ড সাউথ এশিয়া ডিভিশনাল প্রেসিডেন্ট গৌতম সাগরওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জাহিদ হোসেন এবং সিএফও তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এসব কার্ডে রয়েছে ‘কন্টাক্টলেস প্রযুক্তি’, ‘ডুয়াল কারেন্সি’ সুবিধা এবং ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ নিরাপত্তাব্যবস্থা। কার্ড ব্যবহারকারীরা ভ্রমণ, লাইফস্টাইল ও রেস্তোরাঁয় খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা ভোগ করতে পারবেন।
এছাড়া মাস্টারকার্ড ও মার্কেন্টাইল ব্যাংকের ৯ সহস্রাধিক পার্টনার মার্চেন্ট আউটলেটে থাকছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। তাছাড়া দেশি-বিদেশি এটিএম থেকে যেকোনো সময় নগদ টাকা তোলার সুবিধাও রয়েছে ।
অনুষ্ঠানে কার্ডভিত্তিক লেনদেনের গুরুত্ব তুলে ধরে অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, অনেক দেশেই নগদ অর্থের ব্যবহার কমে এসেছে। সেখানে কার্ডই প্রধান মাধ্যম হয়ে উঠেছে, যা বাংলাদেশেও বাস্তবায়ন সম্ভব। বিশেষ করে প্রবাসী আয় আনার ক্ষেত্রে মাস্টারকার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে নানা নীতি সহায়তা দেওয়ার ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সাইবার নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে এসব উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল হাসান বলেন, “আমরা মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারত্বে নতুন ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড পণ্যসমূহ চালু করতে পেরে গর্বিত। আমাদের সদ্য অর্জিত 'প্রিন্সিপাল মেম্বারশিপ'-এর আওতায় চালু হওয়া এই কার্ডগুলো প্রাহকদের জন্য আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।
“উন্নত বৈশিষ্ট্য ও ব্যাপক গ্রহণযোগ্যতাসহ এই কার্ডগুলো গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধা, নিরাপত্তা ও মূল্য নিশ্চিত করবে। এই উদ্যোগ বাংলাদেশের ক্যাশলেস ও ডিজিটালি সক্ষম সমাজ গঠনের লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই কার্ডগুলো গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে সহায়তা করবে এবং সীমাহীন ও নির্বিঘ্ন লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করবে। মাস্টারকার্ড বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ডিজিটাল পেমেন্টের ব্যবহার প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।”