উৎস বাংলাদেশের সঙ্গে টেলিকটকের চুক্তি সই

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
উৎস বাংলাদেশের সঙ্গে টেলিকটকের চুক্তি সই

সুবিধা বঞ্চিত শিশুর নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা “উৎস বাংলাদেশ” এর সঙ্গে কর্পোরেট সেবা চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী, ২০২৫) টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর কর্পোরেট অফিসে এই চুক্তি হয়েছে। উৎস বাংলাদেশ -এর পক্ষে মাহমুদা আক্তার মাহমুদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর পক্ষে মোঃ সাইফুর রহমান খান, অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) চুক্তি স্বাক্ষর করেন।এসময় অন্যান্যের মধ্যে  উৎস বাংলাদেশের জ্যেষ্ঠ-ব্যবস্থাপক নীলিমা আক্তার মজুমদার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস) নীলমণি আইচসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 চুক্তি অনুযায়ী সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশ -কে ভয়েস ও ইন্টারনেট সেবা সহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা দেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।