কোডিংকে গুরুত্ব দিয়ে নতুন জিপিটি-৪.১ মডেল প্রকাশ

ওপেনএআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল শ্রেণি জিপিটি-৪.১ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে জিপিটি-৪.১, জিপিটি-৪.১ মিনি এবং জিপিটি-৪.১ ন্যানো। এসব মডেল বিশেষভাবে কম্পিউটার প্রোগ্রাম তৈরিতে এবং নির্দেশনা অনুসরণে দক্ষ। খবর টেকক্রাঞ্চ।
১০ লাখ শব্দ একসঙ্গে বিশ্লেষণ করার সক্ষমতাসম্পন্ন এই বহু মাধ্যমভিত্তিক মডেলগুলো শুধু ওপেনএআই-এর প্রোগ্রামিং সংযোগের (এপিআই) মাধ্যমে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, নতুন মডেলগুলো বাস্তব সফটওয়্যার প্রকৌশলের কাজে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। জিপিটি-৪.১ মডেল কোডিং পরীক্ষায় ৫২ শতাংশ থেকে ৫৪.৬ শতাংশ নম্বর অর্জন করেছে, যা গুগলের জেমিনি ২.৫ প্রো বা অ্যানথ্রপিকের ক্লদ ৩.৭ সনেট-এর চেয়ে কিছুটা কম।
মূল মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ১০ লাখ শব্দ ইনপুটে ২ ডলার এবং আউটপুটে ৮ ডলার। ন্যানো সংস্করণটি সবচেয়ে দ্রুত ও কম খরচে ব্যবহারযোগ্য।
ডিবিটেক/বিএমটি