ডিজিটালে ইকোনোমিতে সিটি বক্তাদের প্রাধান্য
অপ্রস্তুত বিনিয়োগ সম্মেলনের ওয়েব

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় প্রায় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারীর উপস্থিতিতে সোমবার থেকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে। অবশ্য সম্মেলন ভ্যেনু ইন্টারকন্টিন্টোলে ৯ এপ্রিল বুধবার হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান।
রবিবার রাতে বিডার সামিট বিষয়ক পোর্টাল ভিজিট করে বিষম খেতে হয়েছে। সেখানে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া খাত ভিত্তিক প্রথম সেমিনারের কোনো তথ্য পাওয়া যায়নি। একই অবস্থা কৃষি ও কৃষিজাত বিভাগে। সূত্রমতে, ৭ এপ্রিল দুপুর পৌনে তিনটা থেকে শুরু হওয়া ভবিষ্যতের শিক্ষা, চাকরি এবং এডটেক বাজারে বিনিয়োগ নিয়ে অনুষ্ঠেয় সেমিনারে বক্তা হিসেবে থাকছেন, ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, মেটা দক্ষিণ এশিয়ার জননীতি বিভাগের প্রধান সারিম আজিজ, বিডি জবস ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, কিরণ সিওও তাজদীন হাসান এবং টেন মিনিট স্কুল প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
অবশ্য সমাপনী দিন, ১০ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠেয় ডিজিটাল ইকোনোমি বিভাগে দেখা গেছে, এই সেশনে থাকছে ৪টি প্যানেল আলোচনা। যদিও সিটিব্যাংক এনএ এবং ইউএনডিপি’র যৌথ প্রযোজনায় এই সেশনে আলোচক থাকছেন ১৮ জন। তারা ডিজিটাল অর্থনীতিতে বিদেশী বিনিয়োগের নতুন ক্ষেত্র তুলে ধরার পাশাপাশি দেশের ইলেকট্রনিক্স ও সেমি কন্ডাক্টার শিল্পের প্রবৃদ্ধি, আইটি ও আইটিইএস খাতে বিনিয়োগ, টেলিকম ও ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন, ফিনটেক ও ডিজিটাল প্লাটফর্মগুলোকে আরো এক ধাপ এগিয়ে নেয়া এবং সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ওপর আলোকপাত করবেন।
তবে সেমিনারগুলোর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থায় দেখা গেছে আইটি নির্ভর সেবার ভবিষ্যত গন্তব্য নিয়ে আয়োজিত সেমিনারটি। এখানে দুইজন বক্তা থাকলেও সবে ধন নীল মনি বন্ডস্টেইন টেকনোলোজিস এর সহপ্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় ও বিনিয়োগ বিভাগের পরিচালক। সিটি শুন্য অপর সেমিনার সেমিকন্ডাক্টারের সম্ভাবনা নিয়ে আয়োজিত সভায় আলোচক হিসেবে থাকছেন উল্কাসেমাই সিইও এনায়েতুর রহমান, গ্রিন কোয়েস্ট সহ প্রতিষ্ঠাতা মাশুক রহমান এবং ইুওয়াই অভিষেক গুপ্ত।
আলোচকদের মধ্যে ৫ জনই সিটিব্যাংক এনএ-এর। এদের মধ্যে সূচনা বক্তা সিটিব্যাংক এর কান্ট্রি অফিসার মোঃ মইনুল হক ও সমাপনী বক্তা করপোরেট ব্যাংকিং টিম লিড ইমরান আহমেদ। তবে সেমিকন্ডাক্টারের সম্ভাবনা নিয়ে সাজানো আলোচনা সভায় সিটির কেউ থাকছেন না। থাকছেন উল্কাসেমাই সিইও এনায়েতুর রহমান, গ্রিন কোয়েস্ট সহ প্রতিষ্ঠাতা মাশুক রহমান এবং ইওয়াই অভিষেক গুপ্ত। সিটি শুন্য বাংলাদেশের আইটি এনাবল সেবার ভবিষ্যত গন্তব্য নিয়ে অপর সেমিনারের বক্তা মাত্র দুইজন। এদের একজন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি ও বিনিয়োগ বিভাগের একজন ব্যক্তি।
এদিকে প্রযুক্তির মাধ্যমে বাধা ডিঙ্গিয়ে অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে অনুষ্ঠেয় সভার পাঁচ বক্তার মধ্যে সিটি ব্যাংকের পরিচালক মোহাম্মাদ এ আখতারের সঞ্চালনায় প্যানেল আলোচকও থাকছেন একই প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক সেক্টর সলিউশন প্রধান রহিত জামাল। এছাড়াও এই প্যানেলে বক্তা হিসেবে আছেন, এএনটি ইন্টারন্যাশনাল এর বৈশ্বিক জননীতি ও সরকার বিষয়ক পরিচালক ইয়ানফ্যান ঝং, মেটা দক্ষিণ এশিয়ার জননীতি বিভাগের প্রধান সারিম আজিজ এবং টেলিনর এশিয়ার প্রধান জন ওমানড রেভহাগ।
সেমিনারে মোবাইল অপারেটরদের মধ্যে শুধু গ্রামীণ ফোন ছাড়া ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ, নগদ এর মতো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির নাম যেমন নেই তেমনি প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের কোন ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্লেষকরাও অনুপস্থিত। ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখা ই-কমার্স ব্যক্তিত্বদেরও এই সেমিনারের বক্তার তালিকায় দেখা যায়নি।