আদিবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা: ইউটিউবার গ্রেপ্তার

৬ এপ্রিল, ২০২৫  
৬ এপ্রিল, ২০২৫  
আদিবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা: ইউটিউবার গ্রেপ্তার

বঙ্গোপসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপে বিচ্ছিন্ন এক আদিবাসী জাতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করায় এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। খবর দ্য ভার্জ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউক্রেনের নাগরিক, ২৪ বছর বয়সী মিখাইলো ভিক্টোরোভিচ পোলিয়াকভ। তিনি একটি ফোলানো নৌকায় চড়ে নর্থ সেন্টিনেল দ্বীপে পৌঁছে সেন্টিনেলিজ জাতির উদ্দেশ্যে ডায়েট কোক ও নারকেলের 'উপহার' রেখে আসেন।

ঘটনার পর তিনি ফিরে আসেন আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতিকে রক্ষার স্বার্থে তাদের সঙ্গে যোগাযোগ করা বেআইনি। অভিযুক্ত ব্যক্তি আইন অমান্য করে দ্বীপটিতে গমন ও যোগাযোগের চেষ্টা করেছেন।”

উল্লেখ্য, সেন্টিনেলিজ জাতি বহুবছর ধরে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছে এবং আগত বহিরাগতদের ওপর আক্রমণ চালানোর ইতিহাস রয়েছে তাদের। এর আগে ২০১৮ সালে একই দ্বীপে এক মার্কিন মিশনারি প্রবেশের চেষ্টা করলে তাকে প্রাণ দিতে হয়।

এ ঘটনায় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনরায় সকলকে সতর্ক করে জানিয়েছে, এই জাতির সঙ্গে জোরপূর্বক যোগাযোগের যেকোনো প্রয়াস কঠোরভাবে দমন করা হবে।

ডিবিটেক/বিএমটি