এমডব্লিউসি ২০২৫-এ ইনফিনিক্স এর ২টি এআই-ইকো-টেক উদ্ভাবন

১৩ মার্চ, ২০২৫  
১৩ মার্চ, ২০২৫  
এমডব্লিউসি ২০২৫-এ ইনফিনিক্স এর ২টি এআই-ইকো-টেক উদ্ভাবন

ফুটবালের রাজ্য বার্সেলোনায় অনুষ্ঠিত প্রযুক্তি উদ্ভাবনের বৈশ্বিক মেলা এমডাব্লিউসি ২০২৫ আসরে দুটি নতুন উদ্ভাবন মেলে ধরেছিলো প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স উদ্ভাবনগুলো হলো- সোলার এনার্জি-রিজার্ভিং টেকনোলজি বা পরিবেশের আলো ব্যবহার করে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফোনের ডিজাইন কাস্টমাইজ করার একটি অত্যাধুনিক ফিচারনতুন এসব প্রযুক্তির প্রথম প্রয়োগ হতে যাচ্ছে ইনফিনিক্স নোট ৫০ সিরিজে, যা ২০২৫ সালের মার্চের শেষ দিকে বাজারে আসবে। 

এআই, ইকো-টেক নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে আগামীর ক্ষমতায়ন প্রত্যয়ে এই সেবাগুলো তুলে ধরার কথা জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফিনিক্সের সোলার এনার্জি রিজার্ভিং কনসেপ্ট প্রযুক্তিটি ঘরের ভেতর বাহির দুই জায়গার আলো থেকে শক্তি সংগ্রহ করে প্রোটটাইপ স্মার্টফোনের ফোন কেসে সংরক্ষণ করে ফোন কেসটির ভেতরে থাকা সংযোগ পয়েন্টের মাধ্যমে সংরক্ষিত শক্তি স্মার্টফোনে স্থানান্তরিত হয় ফলে চার্জিং প্রক্রিয়া হয় আরও নির্বিঘ্নএছাড়া, এআই-চালিত "সানফ্লাওয়ার" ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এই উদ্ভাবনের গুরুত্বপূর্ণ অংশ সূর্যমুখী গাছের মতো এই প্রযুক্তি আলোর প্রতি নিজের অবস্থান পরিবর্তন করে যাতে সর্বোচ্চ পরিমাণে আলো গ্রহণ করা যায় স্মার্ট আলোকসংবেদী সেন্সর এআই-নিয়ন্ত্রিত চার্জিং প্রযুক্তির সাহায্যে এটি মিটার ব্যাসার্ধের মধ্যে সর্বোত্তম চার্জিং নিশ্চিত করতে পারে ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর এআই-চালিত শক্তি ব্যবস্থাপনা - ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং (এমপিপিটি) প্রযুক্তির মাধ্যমে এআই ভোল্টেজ কারেন্ট নিয়ন্ত্রণ করে ফলে অতিরিক্ত গরম হওয়া বা ব্যাটারির স্থায়িত্ব কমার সম্ভাবনা থাকে না

অপর উদ্ভাবন -কালার শিফট .০।  এআই নির্ভর এই প্রযুক্তি স্মার্টফোনের ডিজাইনে নিজের ব্যক্তিত্বের ছাপ আনার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করছেএই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনের রঙ ডিজাইন পছন্দমতো পরিবর্তন করতে পারবেন এই ফিচারটিতে বিভিন্ন বাইরের পরিবেশ ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ফোনের রঙ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবেকাস্টোমাইজড মডেল- ৬টি ডায়নামিক প্যাটার্ন ৬টি উজ্জ্বল রঙের প্যালেট থেকে বেছে নেওয়ার সুযোগ, যা মিলিয়ে ৩০টি ভিন্ন কম্বিনেশন তৈরি করা যাবেএআই রেকগনাইজড মডেল- সেন্সরের মাধ্যমে ফোনের ব্যাক কভার পরিবর্তিত হবে আবহাওয়া, ওয়ালপেপার চারপাশের পরিবেশ অনুযায়ী, যা ব্যবহারকারীদের জন্য একটি নির্বিঘ্ন রঙ পরিবর্তনের অভিজ্ঞতা তৈরি করবে