প্রথমবার এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ

১৩ জানুয়ারি, ২০২৫  
প্রথমবার এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ

আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি ভারতের চেন্নাইতে বসছে বুদ্ধির খেলা এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ দল। তবে সশরীরে নয়। ওয়ার্ল্ড পাজল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এই খেলায় বাংলাদেশ দল ভার্চুয়ায়ালি।

সোমবার এমনটাই জানিয়েছেন এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশ কোয়ালিফায়ার্স পর্বের আয়োজক কমিটির সদস্য জাহিদ হোসাইন খান। তিনি বলেন, ‘ বাংলাদেশ পর্বের বিজয়ীরা অনলাইনে এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সুডোকু মেলানোর দক্ষতা, গতি ও নির্ভুলতা বিচার করে বাংলাদেশ দল গঠন করা হয়েছে। এই দলটি রাজধানীর সাত মসজিদ রোডে অবস্থিত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কার্যালয় থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবে।

এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশ কোয়ালিফায়ার্স পর্বের আয়োজক কমিটির তথ্যমতে, ২০০৭ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া ব্যক্তিরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্বে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

প্রসঙ্গত, বুদ্ধির খেলা সুডোকু। সুডোকু সারা বিশ্বের ধাঁধাপ্রেমী কিশোর-কিশোরী-তরুণ-বৃদ্ধ সবার কাছে ভীষণ জনপ্রিয় একটি খেলা। শখের বশে সুডোকুর সংখ্যাভিত্তিক ধাঁধা সমাধান করা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও বেশ কার্যকর। আর তাই সুডোকু নিয়ে বিশ্বজুড়ে নানা ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ঢাকায় গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশ কোয়ালিফায়ার্স’ পর্ব।

জানাগেছে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে অনুষ্ঠিত এই পর্বে অনূর্ধ্ব-১৮ বছরের কিশোর-কিশোরী অনলাইনে এই ঠিকানায় নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে। এখন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারীদের বাছাই করা হচ্ছে। সেখান থেকে চারজন শিক্ষার্থীকে নির্বাচিত করার প্রক্রিয়া চলছে।