চতুর্থ প্রান্তিকে টিএসএমসির মুনাফা ৫৮% বৃদ্ধির পূর্বাভাস

১৩ জানুয়ারি, ২০২৫  
চতুর্থ প্রান্তিকে টিএসএমসির মুনাফা ৫৮% বৃদ্ধির পূর্বাভাস

বিশ্বের বৃহত্তম কনট্র্যাক্ট চিপ প্রস্তুতকারক, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি), এআই প্রযুক্তির বিশাল চাহিদার ফলে চতুর্থ প্রান্তিকে মুনাফা ৫৮% বৃদ্ধির সম্ভাবনা দেখছে। কোম্পানিটি আগামী বৃহস্পতিবার তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। খবর রয়টার্স।

টিএসএমসির সম্ভাব্য নিট মুনাফা ৩৭৭.৯৫ বিলিয়ন তাইওয়ান ডলার (১১.৪১ বিলিয়ন মার্কিন ডলার) হতে পারে বলে আশা করা হচ্ছে। ২২ জন বিশ্লেষকের ভবিষ্যদ্বাণী থেকে তৈরি করা এলএসইজি স্মার্টএস্টিমেট এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি এআই চিপের চাহিদায় ব্যাপক লাভবান হয়েছে। অ্যাপল এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো টিএসএমসির প্রধান গ্রাহক। তবে মার্কিন প্রযুক্তি বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য আমদানি শুল্ক নীতির কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিএসএমসি সম্প্রতি তাদের চতুর্থ প্রান্তিকের রাজস্বের ক্ষেত্রে বাজার প্রত্যাশার চেয়েও বেশি আয়ের ঘোষণা দিয়েছে। তবে তারা তাদের লাভের পূর্বাভাস ডলারের ভিত্তিতে বৃহস্পতিবার জানাবে।

বিশ্লেষক ব্রেট সিম্পসন বলেছেন, ২০২৫ সালেও এআই গ্রাহকদের ওপর নির্ভর করেই টিএসএমসির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে কোম্পানির অ্যারিজোনার নতুন ফ্যাব ক্লাস্টার তাদের সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিএসএমসি যুক্তরাষ্ট্রে অ্যারিজোনায় তিনটি নতুন কারখানায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। তবে কোম্পানিটি জানিয়েছে, তাদের বেশিরভাগ উৎপাদন তাইওয়ানেই বজায় থাকবে।

চেয়ারম্যান এডওয়ার্ড চেনের মতে, নতুন ফ্যাবের উৎপাদন হার এবং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাব কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

২০২৫ সালে পুঁজির ব্যয়ের ক্ষেত্রে গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি হতে পারে বলে কোম্পানিটি পূর্বে জানিয়েছিল। এআই চিপের চাহিদার ফলে গত বছর টিএসএমসির শেয়ারের মূল্য ৮১% বৃদ্ধি পেয়েছে, যা তাইওয়ানের মোট বাজার বৃদ্ধির ২৮.৫% গড় হারের চেয়ে অনেক বেশি।