রিভিয়ানের নেভিগেশন অ্যাপে গুগল ম্যাপসের নতুন ফিচার

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা রিভিয়ান তাদের নেভিগেশন অ্যাপে গুগল ম্যাপসের নতুন ফিচার যুক্ত করেছে। এই আপডেটের ফলে রিভিয়ান মালিকরা ভ্রমণপথ, রাস্তায় বিঘ্ন এবং আশপাশের স্থানের বিস্তারিত তথ্য পাবেন। খবর এনগ্যাজেট।
নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে রিয়েল-টাইম ট্রাফিক আপডেট, দ্রুত বিকল্প রুট, গুগল ম্যাপস কমিউনিটির রোড ডিসরাপশন রিপোর্ট এবং আগ্রহের স্থানের তথ্য। এর ফলে কোনো স্থানের সময়সূচি থেকে রেটিং পর্যন্ত সবকিছু ডিসপ্লেতে দেখা যাবে। এছাড়া স্যাটেলাইট ছবি দেখার সুবিধাও থাকছে।
রিভিয়ানের নেভিগেশন অ্যাপে ইতোমধ্যে গন্তব্যে পৌঁছানোর সময়, চার্জিং তথ্য এবং চার্জিং স্টপের মতো সুবিধা ছিল। নতুন আপডেটে আরও সহজে তথ্য দেখা এবং ব্যবহার করা যাবে বলে দাবি করেছে কোম্পানিটি।
তবে রিভিয়ান সম্প্রতি কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা ১০ শতাংশ কর্মী ছাঁটাই করে এবং ২০২৩ সালের শেষ প্রান্তিকে ১.৫ বিলিয়ন ডলার ক্ষতি করে।
এছাড়া ইলিনয়ের কারখানায় নিরাপত্তা নিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিভিন্ন আঘাতের ঘটনা উল্লেখ করা হয়। রিভিয়ান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, রিপোর্টের তথ্য দুই বছর আগের এবং বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।
ডিবিটেক/বিএমটি