আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা

২৬ আগষ্ট, ২০২৫  
২৭ আগষ্ট, ২০২৫  
আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা

তিন দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ৫ ঘণ্টা পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৬ আগস্ট, মঙ্গলবার রাত ৮টার পর প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৪০ বছরে তৈরি হওয়া বৈষম্য দূরীকরণে আগামীকাল সারা দেশের প্রকৌশলীরা ঢাকায় এসে শাহবাগে সকাল ১০টায় জড়ো হবেন।

এ কর্মসূচি ঘোষণা দেওয়ার পর শাহবাগ ছেড়েছে আন্দোলনকারীরা। এর আগে বিকেলে বুয়েট শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। দিনভর তারা দাবি মেনে নিতে স্লোগান দেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, সারাদেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।