ইউআইটিএস এর তিন উদ্ভাবক পাচ্ছেন ১ লাখ ৭০ হাজার টাকার অনুদান

বাস্তবভিত্তিক সমস্যা প্রযুক্তি নির্ভর টেকসই সমাধান দিয়ে সম্মাননা সনদ হাতে পেলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক দল পেল্টিয়ার্স, সাউন্ড ভিশন ও ক্লাউড দলনেতারা।একইসঙ্গে বিজয়ী হিসেবে প্রি-সিডের জন্য তিনটি দল মিলে মোট ১ লাখ ৭০ হাজার টাকা ছাড়ের ঘোষণা পেলেন বিজয়ী শিক্ষার্থীরা।
এরা হলেন- পেল্টিয়ার্স দলের সদস্য আসিফ মাহমুদ, নুসরাত জাহান আন্নি, কে এম জাকারিয়া ও জিহাদুল জারিফ সিয়াম। সাউন্ড ভিশন দলের ইশরাক চৌধুরী, সৈয়দ জিসান আহমেদ, কাজী মোঃ আজহার উদ্দীন ও সুমাইয়া বিনতে ইসমাইল। এছাড়াও ক্লাউড দলের সদস্যরা হলেন মোতালেব হোসেন ইমন, রেদুয়ানুল করিম আবিদ, মোঃ ইব্রাহিম, শারমিন এমা।
তিন দলের মধ্যে মধ্যে মুরগীর খামারের জন্য স্বল্পমূল্যে শক্তি-সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ মডিউল বানাতে কোহর্ট-১ চ্যাম্পিয়ন ‘পেল্টিয়ার্স টিম’ ৭০,০০০ টাকা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুখাবয়ব শনাক্তকরণ এবং রিয়েল-টাইম অডিওবুক রূপান্তরে সক্ষম স্মার্ট চশমা তৈরির জন্য কোহর্ট-২ চ্যাম্পিয়ন সাউন্ড ভিশন দল ৬০,০০০ টাকা এবং ইনোভেশন কোহর্ট ৩ (আইসি৩): ক্লাউড দল ‘স্ক্র্যাপ ভেঞ্চার’-এর জন্য ৪০,০০০ টাকা স্টার্টআপ সিড ফান্ডিং দেয়ার ঘোষণা দেয়া হয়।
রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয় গত ১৪ মার্চ। আর ৬ মে তাদের স্বীকৃতি দিয়ে অর্থ ছাড়ের ঘোষণা দেস বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ)-এর আওতাধীন “ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকো-সিস্টেম ডেভেলপমেন্ট” প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
ওইদিন অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “শিক্ষার্থীদের আইটি/আইটিইএস খাতে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।”
তিনি শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের কার্যকরভাবে যুক্ত করতে স্টার্টআপ উদ্যোক্তাদেরও ইউনিভার্সিটি ইনোভেশন হাবে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফায়েত হোসাইন। তিনি ইউআইএইচপি প্রোগ্রামের লক্ষ্য, কাঠামো এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রধান, মো. আল ইমতিয়াজ; ইউআইএইচপি প্রোগ্রাম ম্যানেজার মো. সাইয়েদ ফজলে ফারহান ; ব্র্যাক সিইডি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও ইউআইএইচপি মেন্টর কাজী আকিব; অ্যাস্ট্রোনমি পাঠশালা প্রতিষ্ঠাতা ও সিইএসইও, হাসিবুল হোসেন রিফাত এবং ইউআইইউ হেড অফ কমিউনিকেশনস সুমাইয়া মতিয়াতুর।