রোবটিক্স প্রতিযোগিতার নতুন দিগন্তে বাংলাদেশ

বাংলাদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ আঞ্চলিক ২০২৫-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা হচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সেখান থেকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হবে। আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেশের এই চারটি শহরে,- চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও সিলেট।
চট্টগ্রামের আঞ্চলিক প্রতিযোগিতা হবে ২২ আগস্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট এবং রংপুর ও সিলেটে ৩০ আগস্ট একইদিনে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্বে অংশগ্রহণ করবে যা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
আগামী নভেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫, যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড কমিটি তাদের ২০২৫ সালের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫-এর মূল থিম ঘোষণা করেছে, যা হলো ‘ফিউচার অফ রোবটস’ যার অর্থ হচ্ছে ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে শিক্ষার্থীরা। এই থিমের ভিত্তিতে এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ রিজিওনাল-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: ইলিমেন্টারি (৮-১২ বছর), জুনিয়র (১১-১৫ বছর) এবং সিনিয়র (১৪-১৯ বছর)।
আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন। এই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্যায়ের রেজিষ্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে যা প্রতি অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াডের তিনদিন আগ পর পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য চলছে বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালা।