রেমিটেন্স: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘নালা’

৩০ জুলাই, ২০২৫ ১২:২৩  
৩০ জুলাই, ২০২৫ ১৭:২৫  
রেমিটেন্স: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘নালা’

প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ নিরাপদে ও দ্রুত বাংলাদেশে পাঠাতে চালু হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নালা । ৩০ জুলাই, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেবাটি চালুর কথা জানানো হয়েছে। 

এতে দাবি করা হয়েছে,অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় নালা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোন ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। 

নালা’র সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ জানিয়েছেন, বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নালা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সাথে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে নালা অ্যাপটি চালু আছে যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এই সকল দেশে থাকা প্রবাসীরা নালা’র মাধ্যমে বাংলাদেশেও এখন থেকে টাকা পাঠাতে পারবে।