হুয়াওয়ে চালিত গাড়িতে মিলছে বিশেষ ভর্তুকি

চীনের অন্তত ১০টি প্রদেশ ও শহরে হুয়াওয়ে সফটওয়্যারচালিত বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কিনলে ক্রেতারা পাচ্ছেন ২,০০০ থেকে ৫,০০০ ইউয়ান (প্রায় ২৮০ থেকে ৭০০ ডলার) পর্যন্ত নগদ ভর্তুকি। তবে এ ছাড় বিশেষভাবে কেবল হুয়াওয়ের হারমোনিওএস এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম চালিত গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। খবর ওয়্যারড।
২০০৯ সাল থেকে চীন সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য ভর্তুকি দিয়ে আসছিল, তবে জাতীয় পর্যায়ের এসব প্রণোদনা ২০২৩ সালেই বন্ধ করে দেওয়া হয়। তাই হুয়াওয়ের জন্য বরাদ্দ এই একক কোম্পানি-নির্ভর ভর্তুকি বিশেষজ্ঞদের কাছে বিস্ময়কর।
চীনা অটো শিল্প বিশ্লেষক তু লি জানান, স্থানীয় সরকারগুলো অনেক সময় নিজেদের অঞ্চলের গাড়ি প্রস্তুতকারকদের সহায়তায় বিভিন্ন নীতি নেয়, যেমন ট্যাক্সি বহরে সেগুলোর অগ্রাধিকার দেওয়া। তবে এমনভাবে কেবল একটি কোম্পানিকে কেন্দ্র করে নগদ ছাড় দেওয়ার ঘটনা বিরল।
এই পদক্ষেপ হুয়াওয়ের অটোমোটিভ সফটওয়্যারকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিবিটেক/বিএমটি