অনলাইনে ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু; যেভাবে কাটবেন

২২ মে, ২০২৫  
২২ মে, ২০২৫  
অনলাইনে ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি শুরু; যেভাবে কাটবেন
আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন আগামী ৭ জুনকে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শেষে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত কয়েক বছরের মতো এবার যাত্রীরা অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারছেন। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইট প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা যাত্রীদের বেশি। এই অঞ্চলে চলাচল করা বেশির ভাগ ট্রেনের টিকিট সকাল সাড়ে ৮টার মধ্যে শেষ হয়ে যায়। তবে উত্তর অঞ্চলের কিছু ট্রেনের টিকিট কয়েক ঘণ্টা পরও মেলে। 

কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কিনবেন?

যাত্রীরা সহজেই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://railapp.railway.gov.bd থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
১. ওয়েবসাইটে প্রবেশ করে উপরের দিকের রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন।
২. একটি নতুন পেজে ব্যক্তিগত তথ্যাদি যেমন নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি দিয়ে ঘরগুলো পূরণ করুন।
৩. মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যাবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।
৪. সব তথ্য সঠিক হলে রেজিস্ট্রেশন সফল হবে এবং আপনি অটো লগইন হয়ে যাবেন।

টিকিট কেনার ধাপ:
১ যদি অটো লগইন না হয়, তবে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২. লগইন করার পর: ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন
শ্রেণি (যেমন: শোভন, এসি ইত্যাদি) ঘর পূরণ করে Find Ticket বাটনে ক্লিক করুন।৩. ট্রেনের নাম, সিটের অবস্থান এবং ট্রেন ছাড়ার সময় দেখাবে।
View Seats বাটনে ক্লিক করে খালি আসন সিলেক্ট করুন এবং Continue Purchase অপশনে ক্লিক করুন।
৩.  Visa, Mastercard অথবা bKash-এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন ।

টিকিট ডাউনলোড ও সংগ্রহ:
পেমেন্টের পর একটি ই-টিকিট (E-ticket) অটো ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলে পাঠানো হবে।
সেই ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে, একটি ফটো আইডি সহ স্টেশন থেকে মূল কপি সংগ্রহ করা যাবে।

এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। 
তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
 
ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।