৬০০ কর্মী ছাঁটাই করছে স্কাই

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫০  
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৪  
৬০০ কর্মী ছাঁটাই করছে স্কাই

যুক্তরাজ্যের পে-টিভি গ্রুপ স্কাই, যা বর্তমানে কমকাস্ট–এর মালিকানাধীন, প্রায় ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে তাদের পণ্য ও প্ল্যাটফর্মে ব্যাপক বিনিয়োগ করেছে। সেই ধাপ সম্পন্ন হওয়ার পর এখন তারা সেবা আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করার দিকে মনোযোগ দিচ্ছে। স্কাই–এর এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি আগামী দিনে ডিজিটাল-ফার্স্ট সার্ভিস, মানসম্মত কনটেন্ট এবং উন্নত পণ্যের পারফরম্যান্সে বেশি বিনিয়োগ করবে।

প্রায় ২৩ হাজার কর্মী নিয়োজিত স্কাই বর্তমানে তাদের ৯০%–এরও বেশি টিভি সাবস্ক্রিপশন বিক্রি করছে স্কাই স্ট্রিম এবং স্কাই গ্লাস–এর মতো ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্মে, যা স্যাটেলাইট পরিষেবার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

পরিবর্তনের ফলে প্রায় ৯০০টি পদে প্রভাব পড়বে, যার মধ্যে প্রায় ৬০০ কর্মী সরাসরি চাকরি হারাবেন। এটি স্কাই–এর মোট কর্মীবলের প্রায় ২.৫%।

ডিবিটেক/বিএমটি