বিশ্বজুড়ে বিভ্রাটের শিকার চ্যাটজিপিটি

বুধবার সকাল থেকে চ্যাটজিপিটি এবং ওপেনএআই-এর অন্যান্য সেবা, যেমন সোরা ও কোডেক্স, বিশাল আকারের বিভ্রাটের শিকার হয়েছে। এদিন ভোরে এই সমস্যার সূত্রপাত হয় বলে ডাউনডিটেক্টরের রিপোর্টে জানানো হয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ব্যবহারকারীরা ব্যাপকভাবে সংযোগ সমস্যায় ভুগছেন। খবর এশিয়া নেট নিউজ।
ডাউনডিটেক্টর জানিয়েছে, প্রায় ৮৮ শতাংশ ব্যবহারকারী চ্যাটজিপিটি একেবারেই ব্যবহার করতে পারছেন না। বাকি ব্যবহারকারীরা এপিআই, সোরা এবং কোডেক্স ব্যবহারেও সমস্যার মুখে পড়েছেন। অনেকেই লগইন ব্যর্থতা, ব্ল্যাঙ্ক স্ক্রিন এবং সেশন চলাকালে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করেছেন।
সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা ফ্রোজেন চ্যাট স্ক্রিন, লগইন লুপ এবং যাচাইয়ের ত্রুটির মতো সমস্যার কথা জানিয়েছেন। অনেক ডেভেলপার এবং কনটেন্ট ক্রিয়েটরও কোডেক্স এবং সোরা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
ওপেনএআই তাদের স্ট্যাটাস পেজে জানিয়েছে, তারা সমস্যার কথা স্বীকার করেছে, তবে এখনো বিভ্রাটের সঠিক কারণ বা পুনরায় চালু হওয়ার সম্ভাব্য সময় জানায়নি।
বর্তমানে ব্যবহারকারীদের একাধিকবার লগইন চেষ্টায় না যেতে, চলমান কাজ বাইরের কোনো জায়গায় সংরক্ষণ করতে এবং স্ট্যাটাস পেজে নিয়মিত আপডেট দেখতে পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি