এআইতে অনরের ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

চীনা স্মার্টফোন নির্মাতা অনর আগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি স্মার্টফোন ব্যবসার সীমা ছাড়িয়ে এআই-চালিত পিসি, ট্যাবলেট ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য তৈরির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেমস লি। খবর রয়টার্স।
রবিবার বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এর আগে, ডিসেম্বর মাসে অনর জানিয়েছিল যে, কোম্পানিটি শেয়ারহোল্ডার পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে, যা তাদের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পথ সুগম করেছে। তবে, কবে নাগাদ সংস্থাটি আইপিও (প্রাথমিক শেয়ার ছাড়ার কার্যক্রম) চালু করবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
অনারের এই ঘোষণার পেছনে চীনে ক্রমবর্ধমান এআই বিনিয়োগের প্রবণতা বড় ভূমিকা রাখছে। সম্প্রতি এআই স্টার্টআপ ডিপসিকের সাশ্রয়ী মূল্যের বড় ভাষার মডেলগুলোর প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় সরকার থেকে শুরু করে গৃহস্থালী পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত ডিপসিকের প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে এবং নিজেদের এআই গবেষণা বাড়াচ্ছে।
২০২৩ সালে অনর চীনের স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে আসে। সেই সময় তাদের বাজার শেয়ার ছিল ১৪.৯%। মূলত, তাদের সাবেক মূল প্রতিষ্ঠান হুয়াওয়ের শক্তিশালী প্রত্যাবর্তন এবং ভিভোর দ্রুত প্রবৃদ্ধির কারণে এই অবস্থান পরিবর্তন হয়।
অনরকে গবেষণা ও উন্নয়নে তহবিল, কর ছাড় এবং বৈশ্বিক সম্প্রসারণে সহায়তা প্রদান করছে শেনজেনের স্থানীয় সরকার। গত আগস্টে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, অনরকে উল্লেখযোগ্য মাত্রায় সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানটির বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ডিবিটেক/বিএমটি