১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

১৬ জুলাই, ২০২৫  
১৬ জুলাই, ২০২৫  
১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

স্প্যামিং এবং কনটেন্ট কপি রোধে ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। ফেসবুক পেজগুলোকে আরও গুণগত, আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এশিয়া নেট নিউজ।

মেটা জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র মৌলিক কনটেন্টকেই অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদের কনটেন্ট ক্রেডিট ছাড়া ক্রমাগত পোস্ট করাকে পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য। মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, অনুমতি বা কৃতজ্ঞতা ছাড়া অন্যদের ভিডিও, ছবি বা লেখা সরাসরি ফিডে পোস্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মেটা সতর্ক করেছে, যারা কপি করা কনটেন্ট ব্যবহার করবে, তাদের ফেসবুকের অর্থ উপার্জন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে এবং তাদের পোস্টের নাগাল কমানো হবে। এমনকি কপি ভিডিও শনাক্ত হলে মূল ক্রিয়েটরদের দৃশ্যমানতা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে।

মৌলিক কনটেন্টকে উৎসাহ দিতে মেটা পরামর্শ দিয়েছে, ক্রিয়েটরদের সঠিক শিরোনাম, হ্যাশট্যাগ ব্যবহার করতে এবং থার্ড পার্টি অ্যাপের ওয়াটারমার্ক এড়িয়ে চলতে। ইউটিউবও সম্প্রতি একই নীতি ঘোষণা করেছে।

ডিবিটেক/বিএমটি