সূর্যের সবচেয়ে কাছের ছবি তুললো পার্কার সোলার প্রোব

১৪ জুলাই, ২০২৫  
১৪ জুলাই, ২০২৫  
সূর্যের সবচেয়ে কাছের ছবি তুললো পার্কার সোলার প্রোব

নাসার পার্কার সোলার প্রোব ইতিহাস গড়ে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর সময় তোলা ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে। গত বছরের ২৫ ডিসেম্বর, প্রোবটি সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডলের মাত্র ৩.৮ মিলিয়ন মাইল দূর দিয়ে অতিক্রম করার সময় এই ছবি ধারণ করে। নাসার ভাষায়, যদি পৃথিবী ও সূর্যের দূরত্ব এক ফুট ধরা হয়, তবে প্রোবটি সূর্যের মাত্র অর্ধ ইঞ্চি দূরে ছিল। খবর এনগ্যাজেট।

প্রোবের তোলা ছবিতে সূর্যের করোনাল মাস ইজেকশন (সিএমই) ও সৌর বায়ুর (সোলার উইন্ড) নতুন দৃষ্টিতে দেখা গেছে, যা মহাকাশ আবহাওয়া বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

নাসার বিজ্ঞান মিশন পরিচালক নিকি ফক্স বলেন, "আমরা এবার মডেল নয়, সরাসরি চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি, পৃথিবীর জন্য বিপদ ডেকে আনা মহাকাশ আবহাওয়ার উৎপত্তি।"

পার্কার সোলার প্রোবটির পরবর্তী ফ্লাইবাই হবে ১৫ সেপ্টেম্বর।

ডিবিটেক/বিএমটি