ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রণয়নে দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান

ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫(পনের) বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে গঠিত টাস্কফোর্স। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুন এই খাতের যে কোনো অনিয়ম-দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য চেয়েছে এই কমিটি।
তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন ব্যক্তির নিকট ডাক ও টেলিযোগাযোগ খাতের জনবল নিয়োগ/পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম, পরামর্শক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, পলিসিগত বৈষম্য/অনিয়ম, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি, লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম, সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম সহ যে কোন অনিয়ম ও দুর্নীতির তথ্য থাকে তাহলে সেবিষয়ে তথ্য, মতামত ও প্রস্তাবনা দিতে পারবেন। এক্ষেত্রে টাস্কফোর্স প্রাপ্ত তথ্য ও মতামত সর্বোচ্চ গোপনীয়তা এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তথ্য-উপাত্ত দেয়া যাবে ই-মেইলে কিংবা ভার্চুয়াল ড্রপবক্সে। ইমেইল ঠিকানা [email protected] এবং ভার্চুয়াল ড্রপবক্সে
https://tinyurl.com/ptd-taskforce কিংবা কিউআর কোড স্ক্যান করে তথ্য দেয়া যাবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে (স্মারক নং- ১৪.০০.০০০০.০১০.২৭.০০৭.১৮ (পার্ট-১)-১৪৩, তারিখঃ ২১/০৪/২০২৫ ইং। অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহকে প্রধান করে এই টাস্কফোর্স গঠন করা হয়।