ইউনিভার্সিটি অফ স্কলার্স এ যুক্ত হলো স্কিটো

১৯ জুন, ২০২৫  
১৯ জুন, ২০২৫  
ইউনিভার্সিটি অফ স্কলার্স এ যুক্ত হলো স্কিটো

ইউনিভার্সিটি অব স্কলার্সের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এই চুক্তির মাধ্যমে ইউনিভার্সিটি অব স্কলার্সের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থী এবং ৫ শ’র বেশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অপারেটরটির কো-ব্র্যান্ডেড স্কিটো সিম ব্যবহার করবে।  ভর্তির সময়ই প্রত্যেক শিক্ষার্থীকে এই সংযোগ (কো-ব্র্যান্ডেড স্কিটো সিম) প্রদান করা হবে। 

১৯ জুন এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের হেড অব ইমার্জিং সেগমেন্ট এস.এম. জাহেদুল আরেফিন, হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক শুহান এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এডিশনাল ডিরেক্টর এইচ এম আতিফ ওয়াফিক এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এক্সিকিউটিভ আবদুল্লাহ আল নোমানের পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্কমর্তারা উপস্থিত ছিলেন।