আইসিটি শ্বেতপত্র প্রণয়নে অনিয়ম দুর্নীতির তথ্য আহ্বান

আইসিটি শ্বেতপত্র প্রণয়নে নাগরিকদের কাছে তথ্য আহ্বান করেছে এ সংশ্লিষ্ট টাস্কফোর্স কমিটি। বিগত সময়ে এই খাতে সংঘটিত যে কোনো অনিয়ম, দুর্নীতি ইত্যাদির তথ্য মতামত ও প্রস্তাবনা ইমেইল, ম্যাসেঞ্জার এবং লিংকডইনে পাঠানো যাবে। প্রাপ্ত তথ্য যথাযথ গোপনীয়তা অবলম্বন করা হবে বলেও আশ্বস্ত করেছে কমিটি।
তথ্য-উপাত্ত ইমেইল ঠিকানা [email protected] লিংকডইন: www.linkedin.com/company/ictwhitepaperbd2025। অনলােইনের পাশাপাশি ডাকে টাক্সফোর্স প্রধান, রুম ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭ ঠিকানায় কিংবা সরাসরি তথ্য জমা দেয়া যাবে আইসিটি টাওয়ারের নিচ তলায় স্থাপিত পরামর্শ বাক্সে।
কারও কাছে আইসিটিখাত সংশ্লিষ্ট কোনো দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য থাকে তাহলে এই চ্যানেলগুলো ব্যবহার করে তাদের তথ্য, মতামত ও প্রস্তাবনা দেয়ার আহ্বান জানিয়েছে টাস্কফোর্স। জানানো হয়েছে, সকল প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ধাপে আইনি ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ যেমন টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান নির্ধারণ ইত্যাদি সম্পর্কেও তথ্য দেয়া যাবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ১৭ এপ্রিল আইসিটি বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটিখাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক আইসিটি শ্বেতপত্র প্রণয়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে টাস্কফোর্স। এরইমধ্যে কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সূত্রমতে, সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়ে। এরই প্রেক্ষাপটে, কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছে যাতে একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়।