চ্যাটজিপিটিতে মিটিং রেকর্ডিং ও একাধিক ক্লাউড সংযোগ সুবিধা চালু

৫ জুন, ২০২৫ ১৫:২৩  
৫ জুন, ২০২৫ ১৩:২৪  
চ্যাটজিপিটিতে মিটিং রেকর্ডিং ও একাধিক ক্লাউড সংযোগ সুবিধা চালু

বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য নতুন কিছু শক্তিশালী ফিচার নিয়ে এসেছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। এর মধ্যে রয়েছে মিটিং রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন, গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট, বক্স ইত্যাদি ক্লাউড সেবার সঙ্গে সংযুক্তি এবং ডিপ রিসার্চের জন্য মডেল কনটেক্স প্রোটোকল (এমসিপি) সংযোগ। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, এখন থেকে ব্যবহারকারীরা নিজের ক্লাউড স্টোরেজে থাকা ফাইল ও ডকুমেন্ট বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর পেতে পারবেন। যেমন, একজন বিশ্লেষক কোম্পানির স্লাইড ডেক ব্যবহার করে বিনিয়োগ বিষয়ক থিসিস তৈরি করতে পারবেন।

নতুন মিটিং রেকর্ডিং ফিচার সময়চিহ্নযুক্ত সারাংশ তৈরি করতে পারে এবং অ্যাকশন আইটেম প্রস্তাব করে। এসব তথ্য অনুসন্ধানযোগ্য, এবং চাহিদামতো ক্যানভাস ডকুমেন্টে রূপান্তর করা যাবে।

এই ফিচারগুলোর মাধ্যমে চ্যাটজিপিটি এখন ক্লিকআপ, জুম ও নোশনের মতো প্রতিযোগীদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।

এছাড়াও, হাবস্পট, লিনিয়ার এবং নির্বাচিত মাইক্রোসফট ও গুগল টুলসের সঙ্গে ডিপ রিসার্চ সংযুক্তি বেটা সংস্করণে চালু হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে তাদের এন্টারপ্রাইজ-ভিত্তিক পণ্য ব্যবহারকারী তিন মিলিয়ন গ্রাহক রয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল দুই মিলিয়ন।

ডিবিটেক/বিএমটি