সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্ব

২১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৩  
২১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪৬  
সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্ব

সাইবার–সম্পর্কিত একটি ঘটনায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। ব্রিটেনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে শনিবার ও রোববার শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়। খবর টেকক্রাঞ্চ।

এয়ারলাইন চেক–ইন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানিয়েছে, সাইবার হামলার কারণে তাদের সিস্টেম বিকল হয়ে যায়। এতে বিমানসংস্থাগুলোকে ম্যানুয়াল চেক–ইনের ওপর নির্ভর করতে হয়। 

ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা যায়, রোববার সকাল ১১টা পর্যন্ত শুধু হিথ্রোতেই ১৩০টির বেশি ফ্লাইট অন্তত ২০ মিনিট দেরিতে ছাড়ে। শনিবার ১৩টি ফ্লাইট বাতিল হয়েছিল।

হিথ্রো কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানায়, শুক্রবারের ত্রুটির পর দ্রুত সমাধানের কাজ চলছে। বেশির ভাগ ফ্লাইট চলমান থাকলেও যাত্রীদের বিলম্ব সহ্য করতে হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ দীর্ঘপাল্লার যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে এবং স্বল্পপাল্লার যাত্রীদের দুই ঘণ্টা আগে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে।

ডিবিটেক/বিএমটি