গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা’র টিজার প্রকাশ

স্যামসাং তাদের ব্লগ পোস্টে "নেক্সট চ্যাপ্টার অব আল্ট্রা" শিরোনামে একটি অ্যানিমেশন প্রকাশ করেছে, যেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হওয়ার দৃশ্য দেখানো হয়। এতে ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের একটি নতুন, উন্নত সংস্করণ — সম্ভবত গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা খুব শিগগিরই বাজারে আসছে। খবর এনগ্যাজেট।
পোস্টে বলা হয়েছে, ফোনটি ভাঁজ অবস্থায় থাকলেও ব্যবহারকারীরা কণ্ঠনির্ভর কমান্ড দিয়ে বন্ধুবান্ধবকে মেসেজ পাঠানো কিংবা রেস্টুরেন্ট খোঁজার মতো কাজ করতে পারবেন। একইভাবে ফোল্ড অবস্থাতেই ইমেইল লেখা, গেম খেলা বা ছবি তোলাও সম্ভব হবে। আনফোল্ড করার পর এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন বা কর্মক্ষেত্রে রূপ নেবে।
স্যামসাং জানায়, নতুন ফোনে গ্যালাক্সি এআই ফিচারগুলো ফোল্ডেবল ফরম্যাটের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হবে। যদিও আগে থেকে একটি ট্রাই-ফোল্ড ফোনের গুজব ছিল, তবে এই টিজারে সেটি দেখা যায়নি।
নতুন আল্ট্রা সংস্করণ বাজারে এলে সাধারণ জেড ফোল্ডের দাম কমানো হবে, নাকি আল্ট্রা-র দাম আরও বাড়ানো হবে — তা সময়ই বলবে।
ডিবিটেক/বিএমটি