আইফোন ১৭ প্রো-তে সহজেই আঁচড় পড়ছে

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২০  
আইফোন ১৭ প্রো-তে সহজেই আঁচড় পড়ছে

অ্যাপল সম্প্রতি বাজারে আনা আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোর টেকসই নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তে আঁচড় ও দাগ পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। খবর দ্য ভার্জ।

প্রযুক্তি ব্লগার জ্যাক নেলসন তাঁর জেরিরিগএভরিথিং ইউটিউব চ্যানেলে করা এক টেস্টে দেখান, অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম লেয়ার কোণায় সঠিকভাবে আটকে থাকে না। ফলে স্বাভাবিক ব্যবহারে কয়েন বা চাবির মতো জিনিসের সংস্পর্শেই প্রান্তের আবরণ ক্ষয়ে যায়।

নেলসন জানান, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ক্যামেরা অংশে কোনো চ্যাম্ফার বা বাঁক না দিয়ে ধারালো ডিজাইন করেছে, যা দেখতে আকর্ষণীয় হলেও দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের জন্য সমস্যা তৈরি করবে। সমতল অংশে আঁচড় ধুলো আকারে উঠে এলেও সহজেই পরিষ্কার করা যায়। তবে প্রান্তের আবরণ খসে পড়া স্থায়ী ক্ষতির মতো দেখায়।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপলের দোকানে প্রদর্শিত নতুন ডেমো ইউনিটগুলোতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আঁচড়ের চিহ্ন দেখা যাচ্ছিলো, বিশেষত গাড় নীল রঙের আইফোন ১৭ প্রো ও কালো রঙের আইফোন এয়ার মডেলে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নতুন ডিভাইস কিনলে সুরক্ষার জন্য একটি কেস ব্যবহার করা উচিত, কারণ আঁচড় মূলত বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে, কার্যকারিতায় প্রভাব ফেলে না।

ডিবিটেক/বিএমটি