ওপেনএআই–তে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

চিপ নির্মাতা এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই–তে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সোমবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় দুটি প্রতিষ্ঠান। খবর রয়টার্স।
নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে ওপেনএআই–এর কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতার এনভিডিয়া চিপ ব্যবহার করা হবে। প্রাথমিক ধাপের স্থাপনা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এনভিডিয়া ও ওপেনএআই জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। তারা বলছে, এ সহযোগিতা বিশ্বব্যাপী এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
এদিকে, কয়েক দিন আগেই এনভিডিয়া বিপর্যস্ত চিপ নির্মাতা ইন্টেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, ধারাবাহিক এসব উদ্যোগ এনভিডিয়ার বৈশ্বিক এআই শিল্পে প্রভাব আরও বাড়িয়ে দেবে।
ডিবিটেক/বিএমটি