সামাজিক মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম টাইজ অধিগ্রহণ করছে ইবে

ইবে ঘোষণা দিয়েছে যে তারা নরওয়ের ওসলো–ভিত্তিক সামাজিক মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম টাইজ অধিগ্রহণ করতে যাচ্ছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, যদিও চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি। খবর টেকক্রাঞ্চ।
টাইজ মূলত সেকেন্ড–হ্যান্ড ফ্যাশন ও গৃহসজ্জা পণ্যের অনলাইন মার্কেটপ্লেস। এতে বিক্রেতাকে অনুসরণ করা, পণ্যে লাইক–মন্তব্য করা এবং ব্যক্তিগতকৃত সুপারিশ পাওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। ইবে জানায়, এসব সুবিধা তাদের গ্রাহক–থেকে–গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করবে এবং জেন জেড ও মিলেনিয়াল ব্যবহারকারীদের আকর্ষণ করবে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত টাইজ ২০২২ সালে প্রথম ইবে ভেঞ্চারস থেকে বিনিয়োগ পেয়েছিল। কোম্পানিটি এ পর্যন্ত ৪৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে।
টাইজের সহ–প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিক ফ্রয়ল্যান্ড রিমে বলেন, “রিসেলকে মজাদার, সহজ ও অনুপ্রেরণামূলক করে তুলতে আমরা সবসময় বিশ্বাসী। ইবে আমাদের সেই ভিশনকে আরও শক্তিশালী করবে।”
চুক্তিটি ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ইবে তাদের প্ল্যাটফর্ম আধুনিকায়ন, সামাজিক কমার্স সম্প্রসারণ এবং টেকসই খুচরা বাজারে প্রভাব বাড়ানোর সুযোগ পাবে।
ডিবিটেক/বিএমটি