বগুড়ায় চালু হলো জিপিসি

২ জুন, ২০২৫  
২ জুন, ২০২৫  
বগুড়ায় চালু হলো জিপিসি

বগুড়ার জলেশ্বরীতলায় নতুন একটি সেবা সেন্টার (জিপিসি) চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। সেন্টারটির নকশায় রাখা হয়েছে স্থানীয় কৃষ্টি ও ঐহিহ্যের ছাপ। বগুড়ার প্রখ্যাত টেরাকোটা নকশার মিশেলে সেন্টারটি সেবাসেন্টারটিকে এক্সপেরিয়েন্স সেন্টার হিসেবে সাজানো হয়েছে। 

সোমবার গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানিটির চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দীন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ কোম্পানিটির অন্যান্য কর্মকরকতাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দিন বলেন, “টেরাকোটা নকশার ধারণায় সাজানো নতুন এই জিপিসি বগুড়াবাসীর জন্য গ্রামীণফোনের প্রতিশ্রুতির স্মারক। এটি শুধু একটি সেবা কেন্দ্র নয়; এটি পরিবেশসম্মত ও সংস্কৃতিমনষ্ক পরিবেশে স্বাচ্ছন্দ্যময় এবং প্রায় কাগজবিহীন সেবা প্রদানে গ্রামীণফোনের একাগ্রতার প্রতিফলন।”