একদিনে দুই সম্মাননা পেলেন নওরীন

একদিনে দুইটি সম্মাননা পেলেন ই-কমার্স উদ্যোক্তা হোসনেয়ারা নূরী নওরীন। এরমধ্যে “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর – গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন নওরীনস মিরর ও জামদানি এক্সপ্রেস প্রতিষ্ঠাতা সিইও। আর পদ্মা উদ্যোক্ত ফাউন্ডেশন থেকে অর্জন করেছেন এবছরের ‘জয়ী অ্যাওয়ার্ড’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা তার হাতে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, মিডিয়া ব্যাক্তিত্ব রাজু আলীম উপস্থিত ছিলেন।
আর পদ্মা ফাউন্ডেশন থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পুরস্কার হোসনে আরা নূরীর হাতে তুলে দেন কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ডি এ তাহের, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এসময় তার সঙ্গে ছিলেন।
হোসনে আরা নূরী নওরীন প্রতিষ্ঠা করেছেন ‘নওরীনস মিরর’ এবং ‘জামদানি এক্সপ্রেস’, যেগুলো নারীর ফ্যাশন এবং বাংলার ঐতিহ্যবাহী জামদানিকে আধুনিক ব্যবসায়িক কাঠামোয় রূপ দিয়েছে। তার নেতৃত্বে গঠিত জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি) জামদানি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
পুরস্কার গ্রহণের পর নওরীন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়; এটি আমার টিম, আমার কারিগর ভাইবোনদের এবং দেশের প্রতিটি নারীর যারা প্রতিনিয়ত সংগ্রাম করে নিজেদের স্বপ্ন গড়ছেন।”