পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে ’নোশনহাইভ’

বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড মার্কেটিং থেকে শুরু করে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন সল্যুশন দিচ্ছে বাংলাদেশী ইন্টিগ্রেটেড এজেন্সি নোশনহাইভ। ব্র্যান্ড প্রতিষ্ঠা ও বিকাশে সময়, মান এবং খরচ কমাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাস্তব চাহিদা মেটাতেই ব্র্যান্ডিং এবং টেকনোলজি, এই দুইটি সেবাকে একসঙ্গে এনে একইসাথে ইউআই/ ইউএক্স ডিজাইন, ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল মার্কেটিং সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
এ নিয়ে নোশনহাইভ সিইও আফফান চৌধুরী বলেছেন, বাংলাদেশের মার্কেটে কার্যকরভাবে ইন্টিগ্রেটেড সল্যুশন বাস্তবায়ন করা সত্যিই জরুরি ছিল। এখন আমরা তা সফলভাবে করে দেখাচ্ছি। পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন দিতে আমরা আমাদের কাঠামোকে আরও শক্তিশালী করতে অভ্যন্তরীণ ট্রেনিং, ডেডিকেটেড টিম লিড এবং স্পেশালিস্টদের সমন্বয়ে কাজ করে থাকি। লক্ষ্য প্রতিটি ক্লায়েন্ট যেন এক জায়গা থেকেই বিশ্বমানের সেবা পায়।
একক জায়গা থেকে ব্র্যান্ডিং ও টেকনোলজি সেবা দেওয়ার এই মডেল বাংলাদেশের মার্কেটের জন্য নতুন দিগন্ত রচনা করবে বলে অভিমত তার।