এক বিলিয়ন ডলারের বিনিয়োগ পেল গ্রামারলি

৩১ মে, ২০২৫  
৩১ মে, ২০২৫  
এক বিলিয়ন ডলারের বিনিয়োগ পেল গ্রামারলি

প্রযুক্তিনির্ভর লেখনী সহায়ক প্রতিষ্ঠান গ্রামারলি জেনারেল ক্যাটালিস্টের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের নন-ডাইলিউটিভ অর্থায়ন পেয়েছে। এই তহবিল ব্যবহার করা হবে মূলত বিক্রয় ও বিপণনে, যাতে বিদ্যমান মূলধন ব্যবহার করে কৌশলগত অধিগ্রহণে মনোযোগ দেওয়া যায়। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, এটি প্রচলিত বিনিয়োগের মতো নয়—জেনারেল ক্যাটালিস্ট কোনো শেয়ার নিচ্ছে না। বরং গ্রামারলি নির্ধারিত আয়ের একটি অংশ দিয়ে মূলধন ফেরত দেবে।

এই অর্থ এসেছে জেনারেল ক্যাটালিস্টের কাস্টমার ভ্যালু ফান্ড (সিভিএফ) থেকে, যা স্থিতিশীল আয় করা কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে। এটি মূলত আয়ের নিরাপত্তায় ভিত্তি করে ‘ঋণ’ প্রদান করে।

উল্লেখ্য, ২০২১ সালে গ্রামারলির মূল্যায়ন ছিল ১৩ বিলিয়ন ডলার, তবে বর্তমান বাজারে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে প্রতিষ্ঠানের বার্ষিক আয় ৭০০ মিলিয়নের বেশি। ডিসেম্বর ২০২৪-এ তারা কোডা অধিগ্রহণ করে এবং সেই প্রতিষ্ঠানের সিইও শিশির মেহরত্রাকে গ্রামারলির প্রধান হিসেবে নিয়োগ দেয়।

ডিবিটেক/বিএমটি