হোয়াইট হাউস ছাড়লেন মাস্ক, টেসলা ও স্পেসএক্স নিয়ে বাড়ছে প্রশ্ন

৩০ মে, ২০২৫ ১৬:০৩  
৩০ মে, ২০২৫ ১৬:০৩  
হোয়াইট হাউস ছাড়লেন মাস্ক, টেসলা ও স্পেসএক্স নিয়ে বাড়ছে প্রশ্ন

ইলন মাস্কের হোয়াইট হাউস ত্যাগ বিনিয়োগকারীদের মাঝে আশা জাগালেও টেসলা ও স্পেসএক্সের সাম্প্রতিক ব্যর্থতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। খবর রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি'-এর নেতৃত্ব ছাড়ার পর মাস্ক এখন পুনরায় তার ব্যবসায়িক সাম্রাজ্যে মনোযোগ দিচ্ছেন। টেসলার বিক্রি কমে যাওয়ায় শেয়ারমূল্য ডিসেম্বর থেকে প্রায় ২৫% হ্রাস পেয়েছে। চীনে ও ইউরোপে প্রবল প্রতিযোগিতার মুখে পড়েছে কোম্পানিটি। 

স্পেসএক্সের সর্বশেষ রকেট উৎক্ষেপণও ব্যর্থ হয়েছে, যা মার্কিন মহাকাশ কর্মসূচির অগ্রগতিতে প্রশ্ন তুলছে। 

এদিকে মাস্ক ঘোষণা দিয়েছেন, আগামী মাসে টেক্সাসে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করবে টেসলা। একইসঙ্গে মাস্কের ট্রাম্প-ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকল্পে তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম গ্রোক ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকেরা।

ডিবিটেক/বিএমটি