দেশ ছেড়ে পালাননি স্মার্ট এমডি জহির

২৭ মে, ২০২৫  
২৭ মে, ২০২৫  
দেশ ছেড়ে পালাননি স্মার্ট  এমডি জহির

সিঙ্গাপুরে পালাননি; দেশেই আছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। ঢাকার আগারগাঁওয়ের জহির টাওয়ারে নিয়মিত অফিস করছেন। সোমবার রাতে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়েছেন বলে যে খবর বেরিয়েছে সে বিষয়ে মঙ্গলবার সকালে তা নিয়ে জানতে চাইলে পুরো খবরটি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন তিনি। 

সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বললেন, আমার প্রতিষ্ঠান বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশী পরিবেশক। তাদের অনেকেরই অফিস সিংগাপুরে রয়েছে। তাই ব্যবসায়িক প্রয়োজনে সেখানে যেতেই পারি। কেননা আমার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমিতো আজ এখানেই (ঢাকা) আছি। বাসা (গুলশান) থেকে নাস্তা সেরে অফিসে (শেওড়াপাড়া) যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।  

আর এর প্রমাণ হিসেবে তিনি বাসার সামনে দাঁড়িয়ে ছবি তুলে শেয়ার করলেন এই প্রতিবেদকের সঙ্গে।  আলাপ চলতে চলতেই তিনি পৌঁছে যান শেওড়াপাড়ার অফিসে। সেখানেই সনির ওয়ারেন্টি সার্ভিস সেন্টার উদ্বোধন করবেন বলে জানালেন।   

প্রসঙ্গ পাল্টে কিছুদিন আগে,  'মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়ন' প্রকল্পের অধীনে একটি প্যাকেজের কাগজপত্র যে দুদক তলব করেছিলো সে বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, আমরা ইতিমধ্যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। এই প্রকল্পে সামান্য কাজ পেয়েছি। টাকার অঙ্কটা ৯ কোটির কম। এই প্রকল্পে আমরা কম্পিউটার ও হার্ডওয়্যার সরবরাহ করেছি। সেখানে আরো অনেক কোম্পানি কাজ পেয়েছে। 

আপনার স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট, সাবেক অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামাল পৃষ্ঠপোষকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) একটি বিদেশি-অর্থায়িত প্রকল্প থেকে কৌশলে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটিও মিথ্যা বলে দাবি করেছেন জহিরুল ইসলাম। বলেছেন, আমরা কাগজপত্র সহ সব অভিযোগের জবাব দিয়েছি।  

তবে বাংলাদেশের বীমা খাতের উন্নয়নের লক্ষ্যে ৬ কোটি ৭০ লক্ষ ডলারের এই প্রকল্পটিতে আর্থিক সুরক্ষায় দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সেটি আপনি কিভাবে অস্বীকার করবেন প্রশ্নের জবাবে তিনি বললেন, সেখানে আমরা হার্ডওয়্যার সাপোর্ট এবং ডেটাসেন্টার স্থাপন করে দিয়েছি। সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করে প্রত্যয়ন পত্রও এখন আমাদের হাতে আছে। 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ এনামুল হক ভূঁঞা স্বক্ষরিত (৩ জুন ২০২৪)  কার্যক্রম সমাপ্তি সংক্রান্ত প্রত্রে দেখো গেছে, প্রকল্পের গুডস রিসিভিং কমিটি এবং টেকনো হ্যাভেন কোম্পানি লিমিটেড সরেজমিন পরিদর্শন করে প্রকল্প চুক্তি সম্পাদনের বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী,  স্মার্ট টেকনোলজিস লিমিটেড  চুক্তি মোতাবেক যথাযথ ভাবে মালামাল সরবরাহ ও ইনস্টলেশন করেছে।