টিকিফাইয়ে বাফুফের টিকিটের টিকি মিলছে না!

২৭ মে, ২০২৫  
২৭ মে, ২০২৫  
টিকিফাইয়ে বাফুফের টিকিটের টিকি মিলছে না!

আগামী ১০ জুন মাঠে গড়াচ্ছে এশিয়ান ফুটবল ফেডারেশনের বাছাই পর্ব। এদিন বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। সেই টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনা পিছু ছাড়েনি প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিকিট বিক্রির অনলাইন প্লাটফর্মের। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভার্চুয়াল লাইনে’ অপেক্ষমাণ থাকতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের।

কেননা, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অপশন ক্লিক করার পর ডিসপ্লেতে বড় করে ভেসে আসছে, "You are in line. ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ। " আবার একাধিক বার ক্লিক করলে আসে ‘৫০২ ব্যাড গেটওয়ে’ বার্তা। কখনোবা দেখাচ্ছে ‘৫০০ ইন্টারনাল সার্ভার এরর’। 

অনলাইনে টিকিট বিক্রির ঘোষণায় দর্শকরা স্বস্তিতে টিকিট কাটার আশায় বুক বাঁধলেও শুরু থেকে এখন পর্যন্ত টিকিফাই নিয়ে স্বস্তির চাইতে ভোগান্তির সংবাদই বেশি।

জানাগেছে, গত শনিবার দুপুর ১২টা থেকে এই ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা ছিল। কিন্তু পরে সময় পিছিয়ে নেওয়া হয় রাত ৮টা পর্যন্ত। তখন অনেকেই ওয়েবসাইটে ঢুকতে পারেননি। কেউ কেউ প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শেষ ধাপে গিয়ে টিকিট পাননি।

এমন নানা বিড়ম্বনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন অনেকে। তিন ঘণ্টা টিকিট বিক্রির কার্যক্রম শেষে সাইবার অ্যাটাকের কারণে টিকিট বিক্রি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। প্রায় ৪৮ ঘণ্টা পর সোমবার রাত দশটার দিকে আবারও টিকিট বিক্রি শুরু করে টিকিফাই। কিন্তু বিধি বাম! চালুর পরও অপেক্ষপান বার্তায় দেখেই ক্ষান্ত হতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের।

প্রসঙ্গত, সোমবার সকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, রাত ১০টার দিকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা হবে। সেই অনুযায়ী রাত ১০টা থেকে টিকিট কাটতে গিয়ে শুরু হয়েছে নতুন বিড়ম্বনা। 

এ নিয়ে ফেসবুকে বাংলাদেশ ফুটবলের সমর্থক গোষ্ঠী ‘সেভ বাংলাদেশ ফুটবল’-এর এক পোস্টে লেখা হয়েছে,  আজ ১০টায় পুনরায় টিকিট ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সাধারণ সমর্থকরা টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। এমনকি সার্ভারে একেক সময়ে একেক রকম আপডেট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এসেছে। এমন একটা হাইভোল্টেজ ম্যাচে টিকিট নিয়ে এমন ভোগান্তি আমাদের মত সাধারণ দর্শকদের জন্য সত্যিই হতাশাজনক।