শনিবার শেষ হচ্ছে বিডিনগ সম্মেলন

২৪ মে, ২০২৫  
২৪ মে, ২০২৫  
শনিবার শেষ হচ্ছে বিডিনগ সম্মেলন

রাজধানীর গুলশানের লেক ক্যাশেলে তিন দিনের কর্মশালা শেষে লেকশোর হোটেলে বসেছে ১৯তম বিডিনগ সম্মেলন। শনিবার এই ভ্যেনুতেই শেষ হচ্ছে ৪ দিনব্যাপী এই আয়োজন। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে সম্মেলন ও কর্মশালাটি সম্প্রচার হচ্ছে ইউটিউবে। 

সূত্রমতে, সপানী দিনে বিডিনগ সম্মেলনে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব নাহিদ আফরোজ। আরো উপস্থিত থাকবেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, বিডিনগের সভাপতি নাদির বিন আলী প্রমুখ। 

সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট থেকে জানাগেছে, গত ২১ মে থেকে ঢাকায় চলছে ১৯তম বিডিনগ সম্মেলন ও কর্মশালা। ইতোমধ্যে ২১-২৩ মে ইন্টারনেট প্রকৌশলীদের জন্য অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্ক অটোমেশন এবং এডভ্যান্সড বিজিপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য অধিকতর ভালো মানের ইন্টারনেট সেবার জন্য প্রয়োজনী প্রকৌশলী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যেনিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে বিডিনগ।