কী আছে নতুন অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে?

গুগল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে অ্যান্ড্রয়েড ১৬ মোবাইল অপারেটিং সিস্টেম, যেখানে যুক্ত হয়েছে লাইভ নোটিফিকেশন ও উন্নত ক্যামেরা ফিচারসহ একাধিক নতুন সুবিধা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ডিভাইসগুলোতে এই অপারেটিং সিস্টেম ইনস্টল অবস্থায় বাজারে আসবে।
নতুন সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে লাইভ নোটিফিকেশন। এবার থেকে রাইড শেয়ার, খাবার ডেলিভারি কিংবা অন্যান্য সেবার লাইভ আপডেট সরাসরি দেখা যাবে নোটিফিকেশন প্যানেলে—অ্যাপ খুলে বারবার দেখতে হবে না। একই অ্যাপের সব নোটিফিকেশন এখন একত্রে গ্রুপ হয়ে আসবে।
নতুন ভার্সনে ‘এলই’ অডিও হিয়ারিং এইডের সাপোর্ট যুক্ত হয়েছে, যেখানে ফোনের মাইক্রোফোনে স্যুইচ করে শব্দপূর্ণ পরিবেশেও স্পষ্ট শোনা যাবে। গুগল এবার সব সিকিউরিটি ফিচার একত্রে এনেছে, যাতে এক ট্যাপেই ব্যবহারকারীরা অনিরাপদ অ্যাপ, প্রতারণামূলক কল বা ওয়েবসাইট থেকে সুরক্ষিত থাকতে পারেন।
ছবি তোলার শৌখিনদের জন্য এসেছে উন্নত নাইট মোড শনাক্তকরণ, হাইব্রিড অটো এক্সপোজার ও নিখুঁত কালার টেম্পারেচার নিয়ন্ত্রণ। অ্যান্ড্রয়েড ১৬-এ আল্ট্রা এইচডিআর ছবি এখন ‘এইচইআইসি’ ফরম্যাটে সেভ করা যাবে। পেশাদার ভিডিওগ্রাফির জন্য যুক্ত হয়েছে ‘অ্যাডভান্সড প্রফেশনাল ভিডিও’ কোডেক সাপোর্ট।
গুগল এবার ডেস্কটপ উইন্ডো সিস্টেমও চালু করছে, তবে এটি এখনো বেটা পর্যায়ে। বছর শেষে এটি সবার জন্য উন্মুক্ত হবে।
অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে এসেছে আরও কিছু আপডেট—আরসিএস গ্রুপ চ্যাটে কাস্টম আইকন ও থ্রেড মিউট করার সুযোগ, গুগল ফটোতে এআই-চালিত ছবি সম্পাদনার পরামর্শ, নতুন ইমোজি কিচেন স্টিকার এবং ওয়্যার ওএস ঘড়ির মাধ্যমে অ্যাপ ছাড়াই ট্রানজিট ভাড়া পরিশোধের সুবিধা।
ডিবিটেক/বিএমটি