১২ মে ২টি ৫জি ফোন উন্মোচন করছে রিয়েলমি

১০ মে, ২০২৫  
১০ মে, ২০২৫  
১২ মে ২টি ৫জি ফোন উন্মোচন করছে রিয়েলমি
বাংলাদেশের বাজারে অবমুক্ত হতে যাচ্ছে কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি’র পারফরম্যান্স-কেন্দ্রিক আইকনিক সিরিজের নতুন দুটি স্মার্টফোন। উভয় ফোনই পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের জন্য তৈরি। মডেলগুলো হলেঅ রিয়েলমি ১৪ এবং ১৪টি।
আগামী ১২ মে ফোন ২টি অবমুক্ত হবে বাংলাদেশের বাজারের জন্য।  ওইদিন বেলা ১২টায় ফেসবুক পেজে মোড়ক উন্মোচন হবে গেমিং ও ছবি-তে জোর দেয়া ফোন দুটি। রিয়েলমি বাংলাদেশ সূত্রে প্রকাশ, রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ৪ ৫জি চিপসেট। অন্যদিকে, ১৪টি ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট রয়েছে।
এদিকে নতুন ফোন উন্মোচনের আগেই শুরু হয়েছে আগাম বায়না গ্রহণ।  অবশ্য আগামী ১৪ মে পর্যন্ত ফোনটির আগাম বায়নায় বিনামূল্যে এক জোড়া রিয়েলমি বাডস টি২০০ লাইট উপহার ঘোষণা করা হয়েছে। এই বাডটি নতুন ফোন অবমুক্তির দিনেই উন্মোচন করা হবে।