ডিজিটাল ভরসায় চলছে ৩ পার্বত্য জেলার লেনদেন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা ও কালেকশন বুথ বন্ধ রয়েছে। ফলে রবিবার সকাল থেকেই পুরোপুরি ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে গ্রাহকদের। এটিএম বা সিআরএম বুথ, এজেন্ট ব্যাংকিং ও অ্যাপসেই বাণিজ্যিক ও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাচ্ছেন পর্যটকরাও। তবে ওই এলাকায় এটিএম বুথের চেয়ে মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং এবং এমএফএস এর মাধ্যমে লেনদেন বেড়েছে কয়েকগুন।
রবিবার আগের তুলনায় অনলাইন ও এজেন্ট ব্যাংকিং কয়েকগুন বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারাও। তবে তাৎক্ষণিক ভাবে এই উপাত্ত দেয়া কঠিন বলে জানিয়েছেন ব্যাংক এবং এমএফস এর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
সূত্রমতে, পার্বত্য তিন জেলাতেই ইসলামিক ব্যাংকের এটিএম, সিআরএম চালু আছে। তবে সেখানে এজেন্ট ব্যাংকিং, সেলফিন অ্যাপ, আইব্যাংকিং ও এমক্যাশ ব্যাবহার বেড়েছে। একইভাবে ডাচবাংলা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী, ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংক। তবে সরকারি ব্যাংকগুলোর অনলাইন সেবা নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
তবে আগেই ঘোষণা দেয়ায় সরকারি ব্যাংকগুলোয় যারা বাণিজ্যিক লেনদেন করেন তারা একদিনের জন্য আগাম প্রস্তুতি রেখেছেন বলে জানাগেছে। বেশ কয়েকজন গ্রাহকদের সঙ্গে আলাপকালে জানাগেছে, সচারচর ব্যাংক একদিন বন্ধ থাকায় তারা অভ্যস্ত। তবে দীর্ঘ দিনের ছুটি কাটানো এবং নববর্ষ হওয়ায় ব্যাংকের ডিজিটাল সেবাই এখন তাদের ভরসা। তাছাড়া পার্বত্য এলকায় এটিএম বুথের সংখ্যা কম থাকায় তারা মূলত অনলাইন ব্যাংকিং এবং এমএফএস- ব্যবহারে অভ্যস্ত। ফলে ব্যাংক বন্ধ থাকায় খুব বেশি বিড়ম্বনা নেই। অবশ্য এই সময়ে পর্যটক বেশি থাকায় নগদ টাকার সরবরাহে এজেন্ট ব্যাংকগুলো আগাম প্রস্তুতি রেখেছে।
এর আগে গত বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৩ এপ্রিল রোববার চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা ও বুথ ১৩ এপ্রিল বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরেক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১৩ এপ্রিল সংশ্লিষ্ট জেলাগুলোতে তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখাও বন্ধ থাকবে।