নেয়া হয়েছে ৪টি পদক্ষেপ

মুহূর্তের জন্যও বন্ধ হবে না ইন্টারনেট : উপদেষ্টা

৭ এপ্রিল, ২০২৫  
৭ এপ্রিল, ২০২৫  
মুহূর্তের জন্যও বন্ধ হবে না ইন্টারনেট : উপদেষ্টা

দেশে মুহূর্তের জন্যও বন্ধ হবে না ইন্টারনেট। এমন কি আগামীর সারকারও যেনো এটা বন্ধ করতে না পারে সে জন্য যাবতীয় উদ্যোগ নেবে অন্তবর্তী সরকার। এজন্য এরই মধ্যে চারটি উদ্যোগ নিয়েছে সরকার। এগেুলোে হলো- সাইবার সেফটি অর্ডিন্যান্সে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দান। দ্বিতীয় পদক্ষেপের মধ্যে রয়েছে ডাক ও টেলিযোগযোগ বিভাগের পক্ষ থেকে বিগত সরকার ইন্টারনেট বন্ধ রাখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির যে উদ্যোগ নিয়েছিলো তা বন্ধ করে দেয়া হয়েছে। একইভাবে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবার জন্য এনজিএসও (নন জিও স্টেশনারি অরবিট) গাইড লাইনে ইন্টারনেট শাট ডাউনের কোনো সুযোগ রাখা হয়নি। সর্বশেষ উদ্যোগটি হলো ২০০১ ও ২০০১০ টেলিযোগাযোগ আইনে থাকা ইন্টারনেট বন্ধের সবগুলো সুযোগ বন্ধ করে এই আইনটি সংশোধন করবো। 

সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হওয়া চার দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম সেমিনার বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা) প্রকৌশলী  ফয়েজ আহমদ তৈয়্যব। 

সেমিনারে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা আরো বলেন, সরকার দেশের ইন্টারনেট সেবার মান উন্নত করার জন্য কাজ করছে। সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম ইতোমধ্যে ১০ শতাংশ কমানো হয়েছে এবং মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা উন্নত সেবা প্রদান করতে পারে।

শেয়ার ট্রিপ সিইও সাদিয়া হকের সঞ্চালনায় এবং বিডা’র নির্বাহী পরিচালক আশিক মোহাম্মদ বিন হারুনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন  বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।