ভিডিও গেমভিত্তিক সিনেমায় রেকর্ড গড়লো ‘এ মাইনক্রাফট মুভি’

ভিডিও গেম অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ‘এ মাইনক্রাফট মুভি’। দ্য হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তির পর মাত্র এক সপ্তাহান্তে সিনেমাটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ১৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
এটি পূর্বের রেকর্ডধারী ২০২৩ সালের ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’র ১৪৬ মিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারেও ‘এ মাইনক্রাফট মুভি’ দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম সপ্তাহান্তেই এর আয় দাঁড়িয়েছে ৩০১ মিলিয়ন ডলারে।
ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক, জেসন মোমোয়া, এমা মায়ার্স, সেবাস্টিয়ান হ্যানসেন, ড্যানিয়েল ব্রুকস এবং জেনিফার কুলিজ। যদিও প্রাথমিক ট্রেলার দেখে দর্শকদের প্রত্যাশা কম ছিল, তবে সমালোচকরা এটিকে একটি শক্তিশালী বার্তা বহনকারী শিশু-কিশোর উপযোগী সিনেমা হিসেবে অভিহিত করেছেন, যা সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার পক্ষে অবস্থান নেয়।
ডিবিটেক/বিএমটি