বিনিয়োগ সম্মেলনের সকালে হলো বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫
বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ট্যারিফ ইস্যু কোনো প্রভাব ফেলবে না : বিডা প্রধান

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হলো চার দিনের বিনিয়োগ সম্মেলন। সোমবার সম্মেলনের প্রথম দুপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫। বৈশ্বিক সংযুক্তির সুযোগে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে দেশের উদ্যোক্তা ইকো সিস্টেমের উন্নয়ন করা যায় তা নিয়েই আলোচনা হয় এই সেশনে।
শেয়ার ট্রিপ সিইও সাদিয়া হকের সঞ্চালনায় এবং বিডা’র নির্বাহী পরিচালক আশিক মোহাম্মদ বিন হারুনের সভাপতিত্বে সেমিনারে বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
বক্তব্যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার ওপর আলোকপাত করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রেক্ষাপটেই এটিকে সিরিয়াসলি নেয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কেননা ব্যবসায়ী কমিউনিটিও এটি নিয়ে খুবই কনসার্ন। তাই এটি নিয়ে এখন আমরা বৈশ্বিক ব্যবসায়ের কথা মাথায় নিয়েই ব্যবসায়ী ও নাগরিক সমাজের সঙ্গে এ নিয়ে শলা-পরামর্শ করছি।
বিদেশী আইটি স্টার্টআপকে বাংলাদেশের বাজারে আকৃষ্ট করতে আইসিটি বিভাগ বেশ কিছু কাজ করছে বলে জানান শীষ হায়দার। বাংলাদেশের বাজারকে বিদেশী বিনিয়োগকারীদের সামনে আকৃষ্ট করতে সম্মিলিত উদ্যোগ নেয়ার পরামর্শ দেন হাসান মনসুর।
আলোচনায় স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের সুযোগ এবং স্থায়ী বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে বিদ্যামান চ্যালেঞ্জ মোকাবেলায় এই ইকো সিস্টেমের সংস্কারের কথা তুলে ধরেন বিডা নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, চলমান বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ট্যারিফ ইস্যু কোনো প্রভাব ফেলবে না বরং বিনিয়োগকারীদের আরো দৃঢ় ও আস্থাভাজন করবে।
এসময় নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি লালফিতার দৌরাত্ম্য বেশি। প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
তিনি আরও বলেন, ৪০ দেশের ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এসব বিনিয়োগকারীকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চল ঘুরিয়ে দেখানো হবে।