সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারি, ২০২৫  
২০ ফেব্রুয়ারি, ২০২৫  
সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবারও (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ ও ‘সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালন করেন। 

এসময় কুয়েটের বিভিন্ন সাইনবোর্ড, দেয়ালসহ অন্যান্য স্থানে লাল রং দিয়ে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন লেখা লিখে গ্রাফিতি অঙ্কন করেছেন তারা।

বিক্ষোভে ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, শিক্ষার্থীর রক্ত ঝরে প্রশাসন তামাশা করে’, ‘ঝড়ছে আমার ভাইয়ের রক্ত সন্ত্রাস তোদের পরিণাম তিক্ত,  এই কুয়েটে হবে না’, ‘কুয়েটে যখন রক্ত ঝরে, আবরার তোমায় মনে পড়ে‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও কুয়েটের দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং বন্ধ করতে হবে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সকল ছাত্রসংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের সকল দাবি মেনে নিতে হবে। ভিসি ও প্রো ভিসিকে বর্জন করেছি আমরা। আমরা নতুন ভিসি এবং প্রো-ভিসি চাই।