আসছে এআইসহ সাশ্রয়ী আইফোন ১৬ই

অ্যাপল অবশেষে বহু প্রতীক্ষিত বাজেট ফ্রেন্ডলি আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করেছে। তবে এবার ‘এসই’ ব্র্যান্ডিং বাদ দিয়ে ফোনটির নাম দেওয়া হয়েছে ‘আইফোন ১৬ই’। নতুন এই ডিভাইসের মূল্য শুরু হচ্ছে ৫৯৯ ডলার থেকে, যা ২৮ ফেব্রুয়ারি বাজারে আসবে। খবর টেকক্রাঞ্চ।
আইফোন ১৬ই-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘অ্যাপল ইন্টেলিজেন্স’—যা মূলত ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির বিকল্প হিসেবে কাজ করবে। নতুন এআই ফিচারটি আইফোনে টেক্সট সামারি, চিঠি লেখা ও ছবি তৈরির মতো কাজ করতে পারবে। ফোনটিতে রয়েছে অ্যাপল-এর নিজস্ব এ১৮ চিপ, যা আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলেও ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে প্রথমবারের মতো অ্যাপল-এর নিজস্ব ‘সি১’ মডেম ব্যবহার করা হয়েছে, যা কোয়ালকম ও ইন্টেলের ওপর নির্ভরতা কমানোর অংশ হিসেবে আনা হয়েছে। আইফোন ১৬ই-তে টাচ আইডির পরিবর্তে ফেস আইডি যোগ করা হয়েছে এবং চার্জিং পোর্ট হিসেবে ইউএসবি-সি ব্যবহার করা হয়েছে। এতে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে, যা আগের ৪.৮ ইঞ্চি আইফোন এসই-এর তুলনায় বড়।
ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা ২x জুম করতে সক্ষম। সামনের দিকে রয়েছে অ্যাপলের ট্রুডেপথ ক্যামেরা। আইফোন ১৬ই আগের এসই মডেলগুলোর তুলনায় ১২ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে।
চীনে বাজার হারানোর চাপের মধ্যেই অ্যাপল এই নতুন মডেল উন্মোচন করল। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি