৪৪ বিলিয়ন ডলার মূল্যায়নে নতুন বিনিয়োগ সংগ্রহে আলোচনায় এক্স

২০ ফেব্রুয়ারি, ২০২৫  
২০ ফেব্রুয়ারি, ২০২৫  
৪৪ বিলিয়ন ডলার মূল্যায়নে নতুন বিনিয়োগ সংগ্রহে আলোচনায় এক্স

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) নতুন বিনিয়োগ সংগ্রহের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে প্রতিষ্ঠানটির মূল্যায়ন করা হচ্ছে ৪৪ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

২০২২ সালে মাস্ক ঠিক একই দামে টুইটার অধিগ্রহণ করেছিলেন। তবে গত ডিসেম্বরে ফিডেলিটি ইনভেস্টমেন্টস তাদের টুইটার শেয়ারের মূল্য প্রায় ৭০% কমিয়ে আনে, কারণ বিজ্ঞাপনদাতারা প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছিলেন।

ব্লুমবার্গ জানিয়েছে, বিনিয়োগ সংগ্রহের আলোচনা এখনো চলছে এবং এতে পরিবর্তন আসতে পারে, এমনকি আলোচনা বাতিলও হতে পারে। এটি হবে মাস্কের মালিকানায় যাওয়ার পর এক্স-এর প্রথম বিনিয়োগ সংগ্রহের উদ্যোগ।

এদিকে, মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই টেসলার শেয়ার ৪০% বেড়েছে, আর স্পেসএক্সের মূল্যায়ন গত ডিসেম্বরে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা জুনের তুলনায় ৬৭% বেশি। একই সময়ে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই নতুন করে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে এর মূল্যায়ন ধরা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার।

ডিবিটেক/বিএমটি