বিভ্রাট কাটিয়ে আবার চালু গুগল মিট

৯ সেপ্টেম্বর, ২০২৫  
বিভ্রাট কাটিয়ে আবার চালু গুগল মিট

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল সোমবার জানিয়েছে, তাদের ভিডিও-যোগাযোগ সেবা গুগল মিট-এ হওয়া সমস্যার সমাধান হয়েছে। দিনভর যুক্তরাষ্ট্রে হাজারো ব্যবহারকারী এই বিভ্রাটে ভুগেছিলেন। খবর রয়টার্স।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারফেস লোড এবং মিট সেশনে যোগ দিতে না পারার সমস্যার মুখোমুখি হয়েছিলেন। প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, সাম্প্রতিক একটি কনটেন্ট এজ ক্যাশ পরিবর্তন সমস্যার মূল কারণ ছিল। পরিবর্তনটি বাতিল করার পর সেবাটি স্বাভাবিক হয়।

ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, বিভ্রাটের সময় প্রায় ১৬ হাজার ৪০০ রিপোর্ট পাওয়া গেলেও পরে তা কমে প্রায় ৬০০-তে নেমে আসে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি