ভিডিওগেমের জন্য এআই মডেল আনলো মাইক্রোসফট

২০ ফেব্রুয়ারি, ২০২৫  
২০ ফেব্রুয়ারি, ২০২৫  
ভিডিওগেমের জন্য এআই মডেল আনলো মাইক্রোসফট

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ভিডিওগেমের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে, যা গেমের ভিজ্যুয়াল ও কর্মক্ষমতা তৈরিতে সহায়তা করবে। বুধবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

'মিউজ' নামের এই মডেলটি মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স গেম স্টুডিওসের অধীনে থাকা ডেভেলপার নিনজা থিওরির সঙ্গে মিলে তৈরি করা হয়েছে।

ভিডিওগেমের উন্নয়ন খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে। বর্তমানে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গেমাররা নতুন গেমের পরিবর্তে পরীক্ষিত ও জনপ্রিয় শিরোনামগুলোর দিকেই বেশি ঝুঁকছেন, ফলে নতুন গেমের বিক্রি তুলনামূলক কম হচ্ছে।

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ফাতিমা কারদার বলেছেন, "আমরা ইতোমধ্যে মিউজ ব্যবহার করে অন্যান্য ফার্স্ট-পার্টি গেমের ওপর প্রশিক্ষিত একটি রিয়েল-টাইম এআই মডেল তৈরি করছি এবং ভবিষ্যতে এটি গেমার ও নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা আশা করছি।"

ডিবিটেক/বিএমটি