বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে প্রতিপক্ষ ওয়ালটন?

Feb 18, 2025 - 15:49
Feb 18, 2025 - 18:53
বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে প্রতিপক্ষ ওয়ালটন?

বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে পরিকল্পিতভাবে  স্বার্থান্বেষী মহল থেকে মেইড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হাই-টেক শিল্পখাতের দেশীয় কোম্পানিটি। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোট-এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে কিছু ব্যক্তি মানববন্ধন করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা ওয়ালটন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ওয়ালটন মনে করে, এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশীয় শিল্পের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

এতে দেশীয় শিল্পের বিকাশের পথপরিক্রমায় ওয়ালটন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং বাংলাদেশে উৎপাদিত ইলেকট্রনিক্স প্রযুক্তিপণ্য বিশ্ববাজারে রফতানি করে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। 

বলা হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ক্রেডিট রেটিংয়ের সর্বোচ্চ মানদণ্ড ট্রিপল রেটেড কোম্পানি ওয়ালটন। প্রতি বছরই সর্বোচ্চ ভ্যাট-ট্যাক্স প্রদানের জন্য ওয়ালটন পুরস্কৃত হয়ে আসছে। সকল ধরনের কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন, বিপণন, বিক্রয় কার্যক্রম এবং বিক্রয়োত্তর সেবা পরিচালনা করে ওয়ালটন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির টেস্টিং ইক্যুইপমেন্ট দিয়ে ওয়ালটন উৎপাদিত পণ্যের মান যাচা করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে প্রতিটি পণ্যের মান সনদ পাওয়ার পরই তা বাজারজাত করা হয়। ওয়ালটন পণ্যে আইএসও, সিই, সিবি, আরওএইচএস, আরইএসিএইচ, ইএমসি, ইইউ, ইউএসএ ইত্যাদি বৈশ্বিক স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নিশ্চিত করা হয়।

‘বৈশ্বিক স্ট্যান্ডার্ড বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং করপোরেট গর্ভমেন্স কমপ্লায়েন্স নিশ্চিত করায় ওয়ালটন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার সনদ অর্জন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি অ্যাওয়ার্ড ইত্যাদি’ -যোগ করা হয় এই প্রেস নোটে।